ব্রেকিং নিউজ
সপ্তাহের ব্যবধানে ডিমের দাম, অস্বস্তি মাছ মাংসের বাজার বিমান বিধ্বস্তে নিহত পাইলট আসিমের মরদেহ মানিকগঞ্জে পৌঁছেছে, স্বজনদের আহাজারি রাসুল (সা.) দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য যে দোয়া পড়তেন বিদায়ী শ্রেষ্ট শিক্ষিকা লিপিকা দস্তিদারের অবসরে যাওয়ায় বিদায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান ছেলে পর এবার কন্যা সন্তানের মা হলেন পরীমনি পাইকগাছা শাখার বাস মালিক সমিতি'র আহবায়ক কমিটি গঠন
×

ইসলামী ডেস্ক
প্রকাশ : ২২/৮/২০২১ ১০:২৬:০৮ AM

দেশে করোনা কেড়ে নিলো আরও ১৩৯ প্রাণ

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১৩৯ জনের প্রাণহানি ঘটেছে। রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে।

এরমধ্যে মধ্যে ৭২ জন পুরুষ এবং ৬৭ জন নারী। স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সর্বশেষ একদিনে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৮ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া চট্টগ্রামে ৩১, রাজশাহীতে ১৫, খুলনায় ১৭, বরিশালে ৮, সিলেটে ১২, রংপুরে ৮ এবং ময়মনসিংহে মারা গেছেন ১০ জন।

এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ২৮২ জনে। সর্বশেষ একদিনে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮০৪ জন। এতে মোট শনাক্ত বেড়ে হয়েছে ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জন।

এদিকে, একদিনের ব্যবধানে আবারও বাড়লো শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। আগের দিন শনিবার করোনায় দেশে মৃত্যু হয় ১২০ জনের। আর আক্রান্ত শনাক্ত হয়েছিল সংখ্যা ছিল ৩ হাজার ৯৯১ জন।

স্বাস্থ্য অধিদপ্তারের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৬৮৯টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৬ লাখ ৪৯ হাজার ৮২৮টি।

গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন।

করোনায় একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল চলতি বছরের ৫ আগস্ট।

এছাড়াও ৯ আগস্ট ২৪৫ জন, ১০ আগস্ট ২৬৪ জন, ১১ আগস্ট ২৩৭ জন, ১২ আগস্ট ২১৫ জন এবং ১৩ আগস্ট ১৯৭ জন, ১৪ আগস্ট ১৭৮ জন, ১৫ আগস্ট ১৮৭ জন, ১৬ আগস্ট ১৭৪ জন, ১৭ আগস্ট ১৯৮ জন, ১৮ আগস্ট ১৭২জন, ১৯ আগস্ট ১৫৯ জন, ২০ আগস্ট ১৪৫ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হয়। এরপর তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ২০২০ সালের ১১ মার্চ করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।